পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।সোমবার সকালে উপজেলার টান কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।নিহত যুবক শেরপুর সদর উপজেলার পাকুরিড়া গ্রামের হাশেম মিয়ার ছেলে রুবেল মিয়া(২৩)।
এঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর(ইউডি) মামলা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায় সোমবার রাতে ওই ভাড়া বাসার কক্ষের সামনেগাছের সাথে গলায় রশি দিয়ে পেচানো অবস্থায় ঝুলে ছিল। স্থানীয়রা ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে গলায় রশি দিয়ে পেচানো অবস্থায় লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার তদন্ত্র(ওসি) রাজিব চক্রবর্তী বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।