পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরের সাহেবাবাদ এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আজিজুল হক। তিনি কালিয়াকৈর উপজেলার সাহেবাবদ এলাকার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আজিজুল হক মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসায় ঘুমন্ত এক শিশুকে ডেকে তোলেন।
পরে ওই শিক্ষক রুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করেন। এরপর ওই ছাত্র কৌশলে ভোরে মাদ্রাসার ছাত্রাবাস থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি তার পরিবারকে জানালে বাবা ছেলেকে নিয়ে থানায় আসেন এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদ্রাসা শিক্ষক আজিজুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি না হয়ে পাশ কাটিয়ে চলে যান।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার এক শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।