বান্দরবানের থানচি উপজেলার গহিন জঙ্গল থেকে চিংমা খেয়াং (২৯) নামে এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) বিকেলে উপজেলার তিন্দু ইউনিয়নের গহিন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চিংমা খেয়াং তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মংখ্যং পাড়া এলাকার সন খেয়াংয়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে চিংমা খেয়াং জুমে যান। দুপুরেও বাড়ি না ফেরায় পাড়ার লোকজন মিলে স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে গহিন জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকেতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। তবে কে বা কারা কীভাবে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।