ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। খবর আল জাজিরা।
এক্স পোস্টে সোমবার (৫ মে) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে।
তেল আবিব দাবি, ওই কারখানাটি হুতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘অর্থনৈতিক সম্পদ’ এবং এটি ‘সুরঙ্গ ও সামরিক অবকাঠামো নির্মাণে’ ব্যবহৃত হয়ে আসছে।
বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, হুতিরা ইরানের দিক নির্দেশনা ও অর্থায়নে ইসরায়েল ও তার মিত্রদের ক্ষতি করে আসছে।