জম্মু-কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে প্রাণঘাতী হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। স্থগিত করা হয়েছে সিন্ধু পানি চুক্তি। পাকিস্তানের জন্যে ভারতের আকাশসীমা বন্ধ হয়েছে। পাকিস্তানি নাগরিক দের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করেছে ভারত।
এ ছাড়াও পাকিস্তানি তারকা, রাজনৈতিক ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ভারত। ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার নিজের দেশের নাগরিকদের জন্যে চরম পদক্ষেপ নিল ব্রিটিশ সরকার। ভারত-পাকিস্তান দুই দেশে ভ্রমণের জন্যে সতর্কতা জারি করল ব্রিটেন। সোমবার (৫ মে) ব্রিটিশ সরকারের তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই ব্রিটিশ নাগরিকদের সে অঞ্চলগুলিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারত ও পাকিস্তানে নির্ধারিত বা পরিকল্পিত ভ্রমণ স্থগিত রাখাই ভালো।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে, ভারত-পাকিস্তান সীমান্তের কোনও অংশে ভ্রমণ করা উচিত নয়। ভারত ও পাকিস্তান নিজেদের সীমান্তে শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করেছে। ভারতে প্রবেশের জন্য অবশ্যই বৈধ ভারতীয় ভিসা থাকতে হবে।