মোঃ আরমান হোসেন দিনাজপুরঃ থেকে হাসিনা পতনের আন্দোলন শুরু হবে বলে ঘোষনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কার্যত গৃহবন্দি রাখার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আপনি খালেদা জিয়াকে বন্দি করেছেন, আর আপনার মন্ত্রী এমপিরা আপনাকে গণভবনে বন্দি করে রেখেছে। যেটা আপনি বুঝতে পারছেন না কিংবা আপনাকে বুঝতে দেয়া হচ্ছে না।
তিনি বলেন, দেশে আজ ধর্ষণের মহামারী শুরু হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব লীগ আজ ধর্ষণ লীগে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণে হাসিনার পতন ছাড়া বিকল্প নাই। হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করা হবে। এ জন্য যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দলসহ সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন নিশ্চিত করা হবে। এই হাসিনা পতন আন্দোলন দিনাজপুরের মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সকলকে নিয়েই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হাসিনার বিদায় ঘন্টা বাজানো হবে।
২৭ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর লোকভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দীন টুকু। দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুলের সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদের প্রানবন্ত সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমেদ, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, বখতিয়ার আহমেদ কচি, পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ রাশেদ উদ জামান রুপম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আক্তার, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল আলম শামীম, সদস্য সচিব শাহনেওয়াজ মিন্টু, যুবদলের দপ্তর সম্পাদক ইকবাল হাসান টারজান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কাটা হয়। সব শেষে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।