বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি : মির্জা আব্বাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অনেকে বলেন- ১৭ বছর ধরে আপনারা কী করেছেন? আরে, আমরা ১৭ বছর ধরে গাছের গোড়ায় পানি দিয়ে গোড়া নরম করেছি, দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি।’

বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘যারা বলেন ১৭ বছর কী করেছেন? তারা মিথ্যার সাগরে বসবাস করছেন।’

তিনি বলেন, ‘কেউ একা সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপদে ফেলছেন কি না, এটা খেয়াল রাখবেন। দেশে দুর্ভোগ ধেয়ে আসছে। আমাদের মধ্যে মতনৈক্য দেশটাকে খেয়ে ফেলবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের মতো গোপন চুক্তি করবেন, এটা হবে না। মানবিক করিডর দিতে গিয়ে দেশটাকে বিপদে ফেলবেন না। কারণ আফগানিস্তানকে মানবিক করিডর দিতে গিয়ে পাকিস্তান এখনো দুর্ভোগ পোহাচ্ছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা আব্বাস বলেন, ‘যেটা বাংলাদেশের প্রয়োজন নেই, সেটির চুক্তির প্রয়োজন নেই। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সেটা করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102