বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

কোনো অভ্যুত্থান ৩৬ দিনে হয় না : রুমিন ফারহানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘৩৬ দিন বা এক মাসে কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা কোনো যুদ্ধ হয় না।’

মঙ্গলবার (২২ এপ্রিল) গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির আয়োজনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘কোনো অভ্যুত্থান ৩৬ দিনে হয় না। হয়তো বছরের পর বছর বা যুগের পর যুগ সময় লাগে। সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে ভেসে যায় মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত।’

তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ১৫ বছরের পাপের বিচার আগামী ১০০ বছর ধরে চলতেই থাকবে। গত ১৫ বছর বিএনপি মাটি ছাড়েনি, আগামীতেও এক চুল মাটি ছাড়বে না।’

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।

কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102