মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

মোদি-ইউনূস বৈঠক আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে : পার্থ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

শনিবার এক প্রতিক্রিয়ায় পার্থ বলেন, “আমি তো মনে করি ড. ইউনূস একজন গ্লোবাল অ্যাসেট, গ্লোবাল পার্সোনালিটি। এই অঞ্চলের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই ভারতের মতো প্রতিবেশী দেশের সঙ্গে তার আলোচনাকে আমি ইতিবাচকভাবেই দেখি। আমি বিশ্বাস করি, এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে।”

তিনি আরও বলেন, “আমরা জানি, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না হলেও এটি একটি গণজাগরণ থেকে সৃষ্টি হয়েছে। তাই আমরা প্রথম দিন থেকেই এই সরকারের পাশে দাঁড়িয়েছি, যাতে তারা ব্যর্থ না হয়। অবশ্যই কিছু বড় সংস্কার দরকার, এবং আমরা চাই এই সংস্কারগুলি যেন জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই হয়।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস বারবার বলেছেন, ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে—যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়। আমি আশাবাদী যে ডিসেম্বরেই নির্বাচন হবে। তবে, কোন কোন সংস্কার হবে, আর সেগুলো নির্বাচন প্রক্রিয়াকে কীভাবে প্রভাবিত করবে, তা এখনো পরিষ্কার নয়।”

বিজেপি চেয়ারম্যান জানান, তারা দল গোছাতে ব্যস্ত এবং ঈদের পর ঢাকাসহ বিভিন্ন আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন। জুন মাস থেকে প্রার্থী নিয়ে আলোচনা ও কাজ আরও গতি পাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “সংস্কার বিষয়টি সময়সাপেক্ষ। বড় সংস্কারগুলো জাতীয় ঐকমতের ভিত্তিতে করা উচিত। যদি দরকার পড়ে, একটি চার্টারের মাধ্যমে সেগুলো জাতিকে জানাতে হবে। কারণ, আমাদের জনগণের কাছে জবাবদিহি রয়েছে।”

পার্থ আরও বলেন, “স্থানীয় সরকারকে শক্তিশালী করা উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। যদি একটি নতুন চেম্বার গঠন করতেই হয়, তবে তা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা ও জেলা পরিষদের প্রতিনিধিদের নিয়ে করা উচিত। তাদের হাতে উন্নয়নের বাজেট তুলে দিলে তা জনসম্পৃক্ততা এবং দায়িত্ববোধ—দুইই বাড়াবে। কারণ, এখন উপজেলা চেয়ারম্যানদের বাস্তবে কোনো কাজ নেই। তাদের কার্যকর করার মাধ্যমে জনগণ বাস্তব উপকার পাবে।”

সংস্কারের মূল প্রস্তাব কী হবে তা এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেন পার্থ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102