সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ২৩ লাখ টাকার টোল আদায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ঈদ সামনে রেখে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে গেল ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে সেতু দিয়ে পার হয়েছে মোট ২৬ হাজার ৪২৮টি যানবাহন।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (২৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত মাওয়া ও জাজিরা—দুই প্রান্ত মিলিয়ে এ টোল আদায় হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শুরু হওয়ার একদিন আগেই কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় যাত্রা পথে স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে। কিন্তু গণপরিবহন ও যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে।

এদিকে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। এসময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৯৯২টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ২৬ হাজার যানবাহন।

এছাড়া পদ্মা সেতুর (টোল ব্যবস্থাপনা দায়িত্বে থাকা) সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে যানবাহনের গতি। ফলে সেতুতে বড় কোনো দুর্ঘটনার শঙ্কা নেই এবারের ঈদযাত্রায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102