সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

‘রাজনীতি ‘মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতাকে জামায়াতে ইসলামী সবসময় ধারণ করে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে জামায়াতে ইসলামী সবসময় ধারণ করে। জামায়াতে ইসলামের সদস্য হতে হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ থাকতে হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ কে জামায়াত ভোলেনি। অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তাদের ১২/১৪ জন পরবর্তীতে প্রেসিডেন্ট, মন্ত্রী-এমপি হয়েছেন, তাদের পূনর্বাসন জামায়াত করেনি। জামায়াতকে সাথে নিয়ে আন্দোলন করা যায়। কিন্তু স্বার্থ ফুরালে জামায়াত জঙ্গিবাদী দল। ৭১ বিষয়ে শেখ মুজিবের সময়েই মীমাংসা হয়েছে, ক্ষমতার লোভে চেতনাবাজরা মীমাংসিত বিষয় নতুন করে টানতে চায়।

তিনি আরও জানান, নিজামিসহ জামায়াত নেতারা যুদ্ধাপরাধ করেননি, তারা কোন বাহিনীর সদস্য ছিলেন না, রাজনৈতিক নেতা ছিলেন। খারাপ উদ্দেশ্যে তাদের যুদ্ধাপরাধী বানানো হয়েছে। দেশকে বিভক্ত করা হয়েছে। রাজনৈতিক মীমাংসিত ইস্যু ক্ষমতার জন্য বারবার টেনে আনা হয়। দেশ গড়ার এখনো সময় আছে, জাতিকে আর বিভক্ত না করি। আওয়ামী চরিত্রকে নতুন করে অনেক রাজনৈতিক দল ধারণ করা শুরু করেছে।

পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন করবেন জামাতে ইসলামী অংশ নেবে। বিচার অন্তর্বর্তী সরকারকে শেষ করতে হবে। কোন তাড়াহুড়ো নয় প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচার, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন চায় জামায়াত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102