সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

নিজ এলাকায় হান্নান মাসউদের ওপর হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় তিনিসহ এনসিপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে জাহাজমারা বাজারে সড়কে (ওছখালি-জাহাজমারা সড়ক) অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় ১০টার দিকে আন্দোলনকারীরা সরে যায়।

হান্নান মাসুদের কয়েকজন সমর্থক জানায়, গত শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ হাতিয়ার গরীব-দুঃখী মানুষের খোঁজখবর নিতে হাতিয়া আসেন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা সফর করছিলেন। সোমবার বিকেলে মাসুদ উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাজারে একটি পথসভায় বক্তৃতা শুরু করেন। এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিতে পথসভায় বাধা দেন এবং হামলা চালান। তাদের হামলায় হান্নান মাসুদসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। পরে বিচার দাবিতে তারা সড়কে অবস্থান করলে সেখানেও হামলা চালানো হয়।

তবে এ বিষয়ে আবদুল হান্নান মাসুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির ফজলুল হক খোকন জানান, জাহাজমারায় কারা কি করেছে, তা তিনি কিছুই জানেন না।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, হান্নান মাসুদের পথসভায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102