ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এখনও অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারক লিপি প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
নাছির বলেন, ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি (বঙ্গবন্ধু জাদুঘর) হামলা ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। এ ঘটনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশ জড়িত।
নাছির বলেন, কোনো রকম অনুশোচনা না করে ভারতে বসে এখনো খুনি শেখ হাসিনা দেশের জনগণকে দোষারোপ করে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তার কথায় দেশের মানুষের প্রতি কোন সম্মান দেখা যায়নি। তিনি এখনো প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
স্মারক লিপি দেওয়া শেষে ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে একটি মিছিল করে ছাত্রদল।