বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০(৮) ২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, পিয়ার স্বামী ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু কারাগারে রয়েছেন। তাকে গত ৩০ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে ঢাকা তেজগাঁও থানা পুলিশ।