তানজিলা আক্তার রুবি, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় গত ২৬শে আগষ্ট বিদ্যুৎ শর্টে এক গৃহবধূর অকাল মৃত্যু হয়েছে।
সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় উপজেলার খিলা গ্রামের দুই সন্তানের জননী মনি আক্তার(২৩) স্বামী হাফেজ কামাল উদ্দিন নিজ বাড়িতে কাঁদায় পা পিছলে লুজ বিদ্যুতের তারের উপর পড়ে গেলে তিনি বিদ্যুৎ শর্টের এই দুর্ঘটনার শিকার হন।
সঙ্গে সঙ্গে তাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি স্বামী, এক মেয়ে ও এক ছেলে রেখে যান।
দুর্ঘটনা খবর পেয়ে আটপাড়া থানা ওসি তদন্ত খোকন সাহা স্বর্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৭শে আগষ্ট সকাল ১১ টায় মরহুমার জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয়।
এএসবিডি/আরএইচএস