শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

পদত্যাগ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম।

সোমবার (১০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক এম আমিনুল ইসলাম বলেন, “কিছুক্ষণ আগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের চাওয়া অনুযায়ী পদত্যাগ করেছেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।

এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। তার শিক্ষা উপদেষ্টার হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে পরে ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102