শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

১৭ বছর পর নেত্রকোণা যাচ্ছেন বাবর।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

১৭ বছর পর নেত্রকোণা যাচ্ছেন বাবর।

দীর্ঘ ১৭ বছর পর নিজের গ্রামের বাড়ি নেত্রকোণায় যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাজানো হয়েছে নেত্রকোণা। সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নেত্রকোণায় পৌঁছে বিকেল ৩টায় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জনসভায় বক্তব্য রাখবেন লুৎফুজ্জামান বাবর। জনসভা সফল করতে শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

দলটির সূত্র জানায়, নেত্রকোণা পৌঁছে জনসভায় যোগ দিয়ে রাতেই নিজ বাড়ি নেত্রকোণা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে খালিয়াজুরী উপজেলা ও মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরবেন। তিন দিনের এই সফরে তিনি পুরো জেলার নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানের একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি যান বাবর। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেন এ বিএনপি নেতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102