শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয়-রোজগারের চেষ্টা করেছেনঃ প্রেস সচিব।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয়-রোজগারের চেষ্টা করেছেনঃ প্রেস সচিব।

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয়-রোজগারের চেষ্টা করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘অনেকে সাংবাদিকদের নেতা হয়েছেন কিন্তু তারা সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন তা জাতি দেখেছে।’

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

শফিকুল আলম বলেন, ‘মাহফুজ উল্লাহ ভাই যে শ্রম দিয়েছেন, যেই সময়ে খালেদা জিয়ার বক্তব্য ছাপার কারণে বিএনপির অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করা হয়েছে। উনি খালেদা জিয়াকে নিয়ে সেই সময়ে লিখেছেন। খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মন্তব্য করেছিলেন। তার সেই দূরদর্শিতা ছিল।’

প্রেস সচিব আরও বলেন, ‘বাংলাদেশে আমরা ফলস হিরোদের ওয়ার্কশপ করি, ফলস হিরো খুঁজি। প্রকৃতপক্ষে মাহফুজ উল্লাহ ভাইরা হিরো। ওনাদের লেখা আমাদের সারাজীবন পথ নির্দেশনা দিবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102