যথাযোগ্য মর্যাদায়মর্যাদায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জে উদযাপিত হচ্ছে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন সহ স্কুল,কলেজ ও বিভিন্ন দলীয় সংগঠনগুলো।
দিবসটিকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ সহ আলোচনা সভার আয়োজন করেছে। উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেছে এবং আলোচনা সভা করেছে। ফতেপুর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯ঃ০০ টায় পুষ্পস্তবক অর্পণ সহ রেলি করেছে।
নলতা মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রভাত ফেরি করেছে। কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনছুর মহিলা কলেজ ও নলতা রেসিডেন্সিয়াল কলেজে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো সাজানো হয়েছে বর্ণিল ভাবে এবং আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।