শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক চেয়ারম্যান’সহ আটক-৪।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক চেয়ারম্যান’সহ আটক-৪।

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার’সহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে মাহমুদ আলী হাওলাদারকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
এর আগে, রোববার দিবাগত রাতে বিশেষ অভিযানে আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন:
শফিকুল ইসলাম (৩২) – রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কাটাবুনিয়া গ্রামের মফেজ ফরাজীর ছেলে।দেলোয়ার হোসেন (৬৫) – আওয়ামী লীগ কর্মী, গুয়াতলা গ্রামের কাদের তালুকদারের ছেলে।
মো. আসাদ শেখ (৪৮) – তেলিগাতী গ্রামের বাসিন্দা, সুলতান শেখের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, “সোমবার দুপুরে মাহমুদ আলীকে আটক করা হয়েছে। এর আগে, রোববার রাতে বিশেষ অভিযানে আরও তিনজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, তবে অভিযান অব্যাহত থাকবে। দেশজুড়ে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানটির মূল লক্ষ্য সমাজবিরোধী কার্যকলাপ ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা। তবে আটককৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে মোরেলগঞ্জে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন, আবার অনেকেই বলছেন, অপরাধ দমনে প্রশাসনের এমন কঠোর ভূমিকা প্রশংসনীয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102