শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় বাগেরহাটে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছেঃ এসপি তৌহিদুল আরিফ।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেছেন সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় বাগেরহাটে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে।

বাগেরহাটের সকল সাংবাদিকদের একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাটের সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার (৮ই ফেব্রুয়ারি) দিনভর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাগেরহাট সদরের দক্ষিণ খানপুর ফাইয়াজ ষ্টেটে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে “বার্ষিক বনভোজন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট প্রেসক্লাবের সদস্য ও বাগেরহাটের অন্যান্য উপজেলার প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক’সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এ আয়োজন করা হয়।

ফাইয়াজ ষ্টেটের স্বত্ত্বাধিকারী শেখ নাহিদুজ্জামান রাজুর সার্বিক সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমাংশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগেরহাটের সর্বস্তরের সংবাদকর্মীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতাটি প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাইফেল ড্র।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের দ্বিতীয়াংশে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি ছিলেন পুনক এর সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী সুভা আরিফ, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ আহাদ, সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাটের বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক’সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক চুলকাটি প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান স্বাগত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। রাষ্ট্র পরিচালনায় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের অনিয়ম ও দুর্নীতি কমে আসবে। সাংবাদিক নেতারা জেলা-উপজেলা’সহ বিভিন্ন স্তরের সাংবাদিকদের বিভক্তি, গ্রুপিং থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় বাগেরহাটে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। সাংবাদিকরা সব সময় পুলিশকে সহযোগিতা করে আসছে । যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ-সাংবাদিকের মধ্যে যে বন্ধন রয়েছে, আশা করি আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102