শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা মোতাহার হোসেন।

শ্যামল কুমার মন্ডল,কালিগন্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
দুর্ঘটনার কবলে পড়ে চিরতরে বিদায় নিলেন কালীগঞ্জের বিএনপি’র ত্যাগী নেতা মোতাহার হোসেন।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন( ৫৩)দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ বেলা ১২:০০ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।
গত ১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১ঃ৩০ মিনিটে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া ভাবে চালানো অনিক হোসেনের মোটরসাইকেলের ধাক্কায় আক্রান্ত হন তিনি।
 তৎক্ষণাৎ স্থানীয় জনগণ তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য বাঁশতলা বাজারে নিয়ে যায়। মোতাহার হোসেনের অবস্থার অবনতি হলে স্থানীয় ডাক্তার তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। হাসপাতালে ভর্তির সাথে সাথে তাকে আইসিইউতে নেয়া হয়।
পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দীর্ঘ ছয় দিন চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হলে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মোতাহার হোসেন আজ বেলা ১২টার দিকে। তিনি মৃত্যুকালে স্ত্রী সহ ৩ কন্যা সন্তান রেখে গেছেন।
মোতাহার হোসেনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। এলাকার মানুষ হারিয়েছে তাদের এমন একজন অভিভাবক কে যিনি সুখে-দুখে মানুষের পাশে থাকতেন।
 পারিবারিক সূত্রে জানা গেছে আগামীকাল বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102