গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল বাজারে শাহাদাত ভূঁইয়ার দোকানে দুর্ধর্ষ হামলা ও ছিনতাই এর ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) দুপুর ০১:৩০ মিনিটে দুর্ধর্ষ হামলা ও ছিনতাই এর ঘটনা ঘটে । রানা ভূঁইয়া (৩২), কবির ভূঁইয়া(৬০), রনি ভূঁইয়া(৩০), ইমন ভূঁইয়া (২৭) সর্ব সাং বড় কয়ের, জয়দেবপুর, গাজীপুর একত্রে সবাই দলবদ্ধ ভাবে এসে শাহাদাত ভূঁইয়ার দোকানের সামনে এসে জমি সংক্রান্ত বিষয়ের সূত্রপাত ধরে অকথ্য ভাষায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ।
পরবর্তীতে এক পর্যায়ে শাহাদাত ভূঁইয়ার উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে এবং শাহাদাত ভূঁইয়ার স্ত্রী ডলি আক্তার তার স্বামী শাহাদাত ভূইয়াকে রক্ষা করতে আসলে উপরোক্ত আসামীরা তার ওপর ও শারীরিক আঘাত করেন এবং উনার সাথে ও বাগবিতন্ডা করে কাপড় ধরে টানাহেঁচড়া করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।
পরবর্তীতে এক পর্যায়ে শাহাদাত ভূঁইয়ার দোকানে প্রবেশ করে ক্যাশ কাউন্টার থেকে নগদ প্রায় এক লক্ষ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায় এবং দুই লক্ষ টাকার মালামাল নষ্ট করে বলে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
শাহাদাত ভূঁইয়া ও ডলি আক্তার উভয়ই শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী,গাজীপুর চিকিৎসাধীন আছেন ।