শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

সূর্যমুখী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সূর্যমুখী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন।

গাজীপুরের পূবাইলে উধুর সূর্যমুখী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন, শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষ্ণ লীলা (নিমাই সন্ন্যাস) কীর্তন পরিবেশন ।

 

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন ৪১ নং ওয়ার্ডের উধুর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ মন্দির প্রাঙ্গনে উধুর সূর্যমুখী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন, শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষ্ণলীলা (নিমাই সন্ন্যাস) কীর্তন পরিবেশন করা হয়।

 

সোমবার (৩রা ফেব্রুয়ারি ২০২৫ ইং) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা, শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দ্বিতীয় দিন কৃষ্ণ লীলা (নৌকা বিলাস) কীর্তন পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধুর শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং পূবাইল স্টেশন করুণাময়ী কালী মন্দিরের সভাপতি বাবু শ্রী অমূল্য চন্দ্র দাস । উধুর সূর্যমুখী ক্লাবের আয়োজক কমিটির সদস্য বৃন্দরা হলেন উক্ত ক্লাবের আহ্বায়ক অর্জুন দাস, সদস্য সচিব অনিক দাস, অন্যান্য সদস্যরা হলেন সাগর দাস, ইমন দাস,শিমুল দাস,শুভ দাস,সন্দীপ দাস সহ আরো অনেকে ।

 

সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান,যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাবে উদযাপিত হয়। দেবী সরস্বতী যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিনে।

প্রতি বছর এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর ৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯ টা ৪৪ মিনিটে শুক্লপক্ষ পঞ্চমী তিথি শুরু হবে এবং সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে শেষ হয়। ইতোমধ্যে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়েছে। এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি সহ বিশ্ব শান্তি কামনায় পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102