রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

গোয়ালন্দে আগুনে দগ্ধ হওয়ার ৬ দিন পর স্কুল ছাত্র নিতুন সরকারের মৃত্যু।

ফিরোজ আহম্মেদ, রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
গোয়ালন্দে আগুনে দগ্ধ হওয়ার ৬ দিন পর স্কুল ছাত্র নিতুন সরকারের মৃত্যু।
রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিদগ্ধ স্কুলছাত্র নিতুন সরকার(১৪) মারা গিয়েছে।
দীর্ঘ ৬দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় থেকে সোমবার (৩ ফেব্রুয়ারী) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
নিতুন সরকার স্হানীয় লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
নিতুনের বাবা নিমাই সরকার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আগুনে নিতুনের শরীরের ৪৪ শতাংশ গভীরভাবে পুড়ে যায়। এতে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা নিমাই সরকার আরো জানান, তিনি ময়মনসিংহের ভালুকা থানায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ব্রাকে চাকরি সূত্রে তার স্ত্রী কাঞ্চন সরকার তাদের একমাত্র সন্তান নিতুনকে নিয়ে বিগত ৪ বছর ধরে গোয়ালন্দ পৌর শহরের ৪ নং ওয়ার্ডের জনৈক হাসেম বেপারীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
গত ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকাল সোয়া  ৪ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট হতে ওই বাড়িতে আগুনের ঘটনা ঘটে বলে শুনেছি। ভিডিওতে দেখেছি এলাকার লোকজন অনেক কষ্ট করে দেয়াল ভেঙে ঘরে আটকে পড়া আমার ছেলেকে উদ্ধার করে। কিন্তু তাদের সে চেষ্টা বিফলে গেল। আমার ছেলটা মরেই গেল।
জানা গেছে , ওই বাড়ির  ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশের মোট চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আরো দগ্ধ হয়েছেন ভাড়াটিয়া জাহিদুল ইসলামের স্ত্রী সোমা বেগম (৪০) এবং অজ্ঞাতনামা আরো একজন। আগুনের তাপ ও ধোয়ায় সোমা বেগমের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধার তৎপরতায় অংশ নেয়া স্হানীয় কয়েকজন বলেন, তারা অন্য কোন উপায় না দেখে দেয়াল ভেঙে ভেতর থেকে নিতুনকে উদ্ধার করে। কিন্তু ততক্ষনে সে মারাত্মকভাবে দগ্ধ হয়ে যায়।
তারা অভিযোগ করে বলেন, বাড়িটি অনেক বড়। বাড়ির মালিকসহ অনেক ভাড়াটিয়া ওই বাড়িতে থাকেন। কিন্তু বাড়িতে প্রবেশের জন্য একটি মাত্র লোহার দরজা রয়েছে।
এ প্রসঙ্গে বাড়ির মালিক হাসেম বেপারীর মেয়ে হামিদা খাতুন বলেন,  তাদের বাড়িটি নির্মানের সময় সীমানা জটিলতা ছিল বলে তখন পাশ দিয়ে বিকল্প দরজা করা সম্ভব ছিলনা। এখন সে জটিলতা নেই। বিকল্প একটি দরজা তারা নির্মান করবেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শার্ট শার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করি। কিন্তু সরকারী কামরুল ইসলাম কলেজ সংলগ্ন সড়কের মধ্যে বিভিন্ন নির্মান সামগ্রী ফেলে রাখায় এবং সেখানে অপরিকল্পিত একটি ভবনের দেয়ালের জন্য আমাদের অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলেই পৌছাতে পারেনি। পরে ফিতা টেনে নিয়ে আমরা কাজ শুরু করি। হাসেম বেপারীর বাড়িটিও অপরিকল্পিতভাবে করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102