শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে হামলার ঘটনায় মামলা।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটে মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে হামলার ঘটনায় মামলা।

বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিরসনের দাবিতে মানববন্ধন করার সময় মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে মামলা করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান।

বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ এই মামলা দায়ের করেন।

মামলায় আইয়ুব আলী শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সবুজ শেখ’সহ ১১ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির বিষয়ে মানববন্ধন করার সময় (২২ জানুয়ারি) আসামীরা মসজিদের মুসল্লীদের উপর হামলা করে। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। হামলাকারীরা শেখ আব্দুল হান্নানের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান বলেন, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পায়। তার নিয়োগ পাওয়ার আগে মসজিদের পক্ষে তৎকালীন সভাপতির নামে মসজিদের সামনে থাকা রেলওয়ের কিছু জমি ইজারা ছিল। পরবর্তীতে আইয়ুব আলী শেখ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহনের পর মসজিদের সভাপতির নামে থাকা রেলওয়ের জমি তার নিজের নামে ইজারা নেয়। কিন্তু ওই জমি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হত। জমির আয় মসজিদ পরিচালনায় ব্যয় করা হত।

বিষয়টি মসজিদ কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। পরবর্তীতে এই জমি নিয়ে মামলা হয়।উচ্চ আদালত এই জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা দেয়। স্থিতি অবস্থা থাকা সত্ত্বেও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে দেয়। আমরা এসব ঘটনার বিচারের দাবিতে মামলা দায়ের করেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102