শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

বিএনপির বহিস্কৃত নেতা ও অনুসারীদের বিরুদ্ধে বৃদ্ধ খ্রিষ্টান লাঞ্ছিতের অভিযোগ।

স্টাফ রিপোর্টার,ঢাকা।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের পূবাইলে বাড়ি ও বাউন্ডারি ভেঙ্গে রাস্তা তৈরী বাঁধা দেওয়ায় বৃদ্ধ খ্রিষ্টান লাঞ্ছিতের অভিযোগ
বিএনপির বহিস্কৃত নেতা ও অনুসারীদের বিরুদ্ধে।

গাজীপুর মহানগরীর পূবাইলে বাড়ি ও সীমানা প্রচীর ভেঙ্গে রাস্তা তৈরীতে বাঁধা দেওয়ায় এক বৃদ্ধ খ্রিষ্টানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গাসিকের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকিও তার অনুসারীদের বিরুদ্ধে। বিকি গাজীপুর মহানগরীর পূবাইল থানা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব।

জানা গেছে, চামুড্ডা-নৈবাড়ি সড়কটি ৪০ নম্বর ওয়ার্ডের চামুড্ডা থেকে শুরু হয়ে ধরপাড়া হয়ে ৪১ নম্বর ওয়ার্ডের নৈবাড়ি গিয়ে মিশেছে। ১০ ফুট প্রশস্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘের সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙ্গেচুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। টেন্ডার আহবানের পর ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন হলে কয়েক সপ্তাহ পর মেয়র ও কাউন্সিলরদের অপসারন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে কাউন্সিলরের পদ হারান ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বিকি। এতে থেমে যায় সড়ক সংস্কারের উদ্যোগ। সম্প্রতি সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল জোনের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের কাছে দাবি জানায়। বিষয়টি জানতে পেরে সাবেক কাউন্সিলর বিকি সড়কের ২০ ফুটের মধ্যে থাকা বাড়ি ও সীমানা প্রাচীর সরিয়ে নিতে মাইকিং করেন। ওইদিন দুপুরে বিকির অনুসারীদের নিয়ে ঘর-বাড়ি সীমানা প্রাচীর ভাংতে শুরু করেন। নৈবাড়ি এলাকার জীবন পালমা ও রবি পালমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার সময় তাদের প্রতিবেশী বেঞ্জামিন পালমা (৬২) বাঁধা দেন। এ সময় সাবেক কাউন্সিলর বিকি ও তার অনুসারীরা তাকে লাঞ্ছিত করেন।
জানতে চাইলে বেঞ্জামিন পালমা বলেন, নোটিশ ছাড়াই ৪০নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর সীমানা প্রাচীর ও বাড়িঘর ভাংতে শুরু করেন। এভাবে ঘরবাড়ি তিনি ভাংতে পারেন না। তাছাড়া তিনি ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ৪১ নম্বর ওয়ার্ডে এসে অনুসারীদের নিয়ে ভাংচুর চালিয়েছেন। ভাংচুর ও তাকে লাঞ্ছিত করার সময় বাড়ি ভাড়াটে রনি বিশ্বাস মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। জানতে পেরে সাবেক কাউন্সিলর বিকি বাড়িতে এসে ভিডিও ডিলিট করতে বাধ্য করেন। এসব কথা প্রকাশ না করতে ভয় দেখিয়ে গেছেন। তাই থানায় অভিযোগ করনেনি।
চামুড্ডা এলাকার বৃদ্ধ মো. শাহজাহান, লিছেরটেক এলাকার হামিদ শেখ ও মজিবুর রহমান বলেন, এলাকার বাসিন্দাদের প্রায় সবাই দরিদ্র। কেউ দিনমজুর, কেউ অটোচালক। ২-৩ কাঠা জমি কিনি ঘরবাড়ি তৈরী করে বাস করছেন। সাবেক কাউন্সিলর বিকিও তার অনুসারীরা তাদের ঘরের টিনের বেড়া,বাউন্ডারী ভেঙ্গে সড়কের জন্য জমি জোরপূর্বকক নিয়ে যাচ্ছেন। অনেকের পুরো ঘর সড়কে চলে যাচ্ছে। তিনি এখন কাউন্সিলর নন তার পরও আমাদের উপর জুলুম করছেন। তিনি প্রভাবশালী তাই ভয়ে মুখ খুলতে পারছেন না ক্ষতিগ্রস্থরা। এলাকার অনেকের বক্তব্য আমাদের কিছু ঘরও বাউন্ডারি ভাঙ্গার ক্ষতিপূরণ দেওয়া হোক।

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল জোনের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সড়কটি সংস্কারের জন্য এখনো দরপত্র আহ্বান করা হয়নি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোন প্রকার মাইকিং করাও হয়নি। সড়কটি প্রশস্তকরণের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। বর্তমানে সড়কটি ১০ ফুট প্রশস্ত। রাস্তাটি ২০ ফুট প্রশস্ত করা হবে। এলাকার লোকজন স্থাপনা সরিয়ে নিয়ে জমি ছেড়ে দিলে সিটি করপোরেশন সড়কটি সংস্কারের উদ্যোগ নিবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ব্যস্ত থাকায় পরে কথা বলবেন জানান সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিকি। পরে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102