পুনম শাহরীয়ার ঋতু, ঢাকাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাড়ইপাড়া এলাকায় এফবি ফুটওয়্যার লিঃ নামক একটি জুতা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিলিভ ডিফেন্সের দায়িত্বরত ইনচার্জ কবিরুল আলম জানান, ওই এলাকার ‘এফবি ফুটওয়্যার’ নামের জুতার কারখানায় টিপিয়ার মেশিন বিস্ফোরিত হয়ে একটি টিনসেড ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এএসবিডি/আরএইচএস