শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে মারল ভারতীয়রা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে মারল ভারতীয়রা।

মৌলভীবাজারে কুলাউড়ায় সীমান্তে ভারতীয় নাগরিকের হাতে খুন হয়েছেন আহাদ আলী (৪৫) নামের এক বাংলাদেশি যুবক। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া  এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া নতুন বস্তির এওলাছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

রোববার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শ্যামল সিলেটকে জানান, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথাকাটাকাটি হয় আহাদের। একপর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আহাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তাদের তা স্পষ্ট নয়।

সূত্র জানায়, সীমান্ত পিলার ১০৮৩ এর ৩৪ এস এর পাঁচ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102