বাগেরহাট মোংলায় ২৬ জানুয়ারি, ২০২৫ ইং রোজ রবিবার ১১:৩০ ঘটিকায় মোংলা বন্দরের কার্যালয়ে সিবিএ নির্বাচন নিয়ে সিবিএ নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রমিক কর্মচারী ও নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শামীমুর রহমান শামীম।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিবিএ নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রমিক কর্মচারীর নেতৃবৃন্দ।
উক্ত সভায় সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন – দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল শ্রমিক কর্মচারী সংঘের সিবিএ নির্বাচন। আজকের সভায় মধ্যমনি জনাব শামীমুর রহমান শামীম এর কাছে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি রাখেন। নির্বাচনের জন্য যেসকল বাঁধা রয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিরসন করে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের দাবি জানান।
মতবিনিময় সভায় সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম রহমান শামীম বলেন- সকলকে দলাদলি, ভেদাভেদ, ভুলে মোংলা বন্দরের উন্নয়নকল্পে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আশ্বাস জানান।