মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি: এতিমখানা উচ্ছেদ করে আবাসনের জন্য প্লট তৈরি এবং খাস জমিতেতে বসবাসকারিদের উচ্ছেদের প্রতিবাদে আজ শনিবার দুপুর পর্যন্ত দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসিরা। দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয়দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুই ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন স্থানীয় কয়েকশত নারী পুরুষসহ শিশুরা।
আন্দোলনকারিদের দাবি জেলা সদরের শেখপুরা মহল্লায় ১১ মরহুম দানশীল গোলাম মোস্তফা (গাউসিয়া) এর দান করা ১১ একর জমিসহ গাউসুল আযম এতিমখানা উচ্ছেদ করে ওই স্থানে আবাসন প্লট তৈরি করে বিক্রি করছে তার ছেলে গাউসে শাহরিয়ারসহ সহযোগিরা। পাশাপাশি ওই এলাকায় খাস জমিতে বসবাসকারি কয়েকটি পরিবারকে উচ্ছেদ করে জমি দখল করেছে। এসবের প্রতিবাদ করায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্বায়ের করে হয়রানি করে আসছে।
এতিমখানার জন্য গোলাম মোস্তফার জমি উদ্ধার এবং মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিতে দুই ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসিরা।