সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় তারুণ্য উৎসব ২০২৫এর উদ্বোধন করা হয়েছে।আজ ২০ জানুয়ারি ২০২৫ বেলা ১১ টায় কালীগঞ্জের সুযোগ্য থানার নির্বাহী অফিসার অনুজা মণ্ডল তারুণ্য উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার বাকি বিল্লাহ, উপজেলা ভূমি অফিসার, সমাজসেবা অফিসার, বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক মন্ডলী ও সাংবাদিকগন।
তারুণ্য উৎসবের উদ্বোধন শেষে অনুজা মণ্ডল সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। তিনি উদ্বোধনের সময় দেশবাসীকের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি আহ্বান জানান।
সপ্তাহব্যাপী চলবে এই তারুণ্য উৎসব।
তারুণ্য উৎসবে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২১ জানুয়ারি তারিখে প্রতিযোগিতা চলবে। ২২ জানুয়ারি তারিখে পুরস্কার বিতরণ করা হবে। ২৩ জানুয়ারি তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।