গাজীপুরের তারাগাছ এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন কারখানার শ্রমিকরা। সোমবার (২০ জানুয়ারি) সকালে ধর্মঘটে নামেন তারা।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, সকাল ৮টার দিকে অন্তত দুই হাজার শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।
তিনি বলেন, ‘ সকাল থেকেই ধর্মঘটে নামেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাদের দাবির মধ্যে রয়েছে বার্ষিক ছুটির বকেয়া পাওনা পরিশোধ।’
নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়ার পরও কারখানা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ করেনি, যা তাদের দৈনন্দিন জীবনযাপনকে কঠিন করে তুলেছে।
আরেকজন শ্রমিক বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু আমাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হচ্ছি। যদি আমরা আমাদের বেতন না পাই তাহলে আমরা কাজ শুরু করব না। বিষয়টি অমীমাংসিত থাকলে আমরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমাদের আন্দোলন জোরদার করব।’
বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবির খোকন বলেন, ‘শ্রমিকদের দাবি, মালিকপক্ষ আলোচনা এড়িয়ে যাচ্ছে। সমস্যাটি দ্রুত সমাধান করা জরুরি।‘
এ ব্যাপারে লিজ অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে শিল্প পুলিশ জানিয়েছে, তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সমস্যা সমাধানে কাজ করছে।