শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের মরদেহ মিলল আড়িয়াল খাঁ নদে।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের মরদেহ মিলল আড়িয়াল খাঁ নদে।

নিখোঁজের ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে পাওয়া গেল স্কুলছাত্র অনয়ের মরদেহ। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে মরদেহটি ভেসে ওঠে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ আরও জানায়, নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদে ভেসে উঠে এক কিশোরের মরদেহ। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবির সদস্যরা।

পরিবারের পক্ষ হতে মরদেহটি নিখোঁজ ১২ বছর বয়সী স্কুলছাত্র অনয় চন্দ্র মোদকের বলে দাবি করা হলেও পুলিশ বলছে, মরদেহটি বিকৃত হওয়ায় নিশ্চিত করে পরিচয় বলা যাচ্ছে না। তবে ডিএনএ টেস্টের আগে নিশ্চিত হওয়া যাবে না আসল মরদেহটি কার।

অনয় চন্দ্র মোদক বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাঁড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাব পাইলট সরকারি মডার্ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অনয় পাঁচদিন আগে নিখোঁজ হয়।

নিখোঁজ কিশোরের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক মাটিয়াল পাঁড়া নিজবাড়ি থেকে শিক্ষা উপকরণ কিনতে বেলাবো বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিন রাতেই বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে ১৬ জানুয়ারি সাধারণ ডায়েরিটি মামলায় রূপান্তরিত হয়।

অনয়ের পরিবার জানায়, অনয় নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ হওয়া নিয়ে লেখালেখির পর অজ্ঞাত নম্বর থেকে অনয়ের পরিবারের নম্বরে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণও চাওয়া হয়। তাদের কথামতো বিকাশের মাধ্যমে দেওয়া হয় এক লাখ টাকা মুক্তিপণ। পরে পুলিশ অপহরণকারীদের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান দেখতে পান বরিশালের ভোলায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102