নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল: সারাদেশে বেড়ে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ ও ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রনের দাবিতে হবিগঞ্জের বাহুবল উপজেলায় নবজাগরণের সমন্বয়ে বাহুবলে সমন্বিত সামাজিক সংগঠনের উদ্দোগে এক বিশাল মানববন্ধন প্রতিবাদ সভা করা হয়।
বৃহস্পতিবার ( ৮অক্টোবর )সকাল ১১ টায় নবজাগরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন বাহুবল উপজেলা এর সমন্বয়ে, সমন্বিত সামাজিক সংগঠন সমূহ বাহুবল উপজেলার অংশগ্রহণে বাহুবল মডেল থানার সামনে সারাদেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন নবজাগরণ এর সদস্য ও নেতৃবৃন্দ, আইসা ফোরাম- বাহুবল এর নেতৃবৃন্দ, ব্লাড ফর লাইন বাংলাদেশের কেন্দ্রীয় ও বাহুবল উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্বপ্নযাত্রা-১৭ মিরপুর এর সদস্য ও নেতৃবৃন্দ, অভিযাত্রী বাহুবল উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য মানুষজন সহ সাধারণ জনতার একাংশ।
নবজারণ সংগঠনের সাধারণ সম্পাদক অলিউর রহমান এমরান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবজাগরণ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট নাট্যশিল্পী জনাব গোলাম রাব্বানী মিন্টু, নবজাগরণ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, সানশাইন মডেল হাই স্কুল এর পরিচালক- এম শামসুদ্দিন, নবজাগরণের সিনিয়র নির্বাহী সদস্য জনাব মোর্শেদ আলম ও নুরুল হক, ব্লাড লাইফ ইন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাহুবল উপজেলা শাখার আহ্বায়ক, আইসা ফোরাম বাহুবল এর সভাপতি, অভিযাত্রী বাহুবল এর সহ-সভাপতি সহ আরও অনেকেই। ধর্ষকদের সর্বোচ্চ এবং প্রকাশ্যে শাস্তির দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে বাহুবল বাজার এলাকা।
নবজাগরণের সভাপতি জনাব আমির আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয় সমন্বিত সামাজিক সংগঠন বাহুবল উপজেলা কতৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভার।
সমাবেশে বক্তাগণ বলেন, দেশ কী আজ ধর্ষণকারীদের নিয়ন্ত্রনে? বিবস্ত্র নারী, বিবস্ত্র বাংলাদেশ। আজ দেশ গণধর্ষণের শিকার। এর জন্য দায়ী সমাজ ব্যবস্থাকরা । তাই একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটছে। এজন্য দেশবাসীর প্রতি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানানো হয় এবং মা-বোনদের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার দাবী জানানো হয়।