নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহেল আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার।