আমতলী (বরগুনা) প্রতিনিধিঃবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আঠারগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে বরগুনা আমতলী উপজেলা আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আমতলী উপজেলা শাখার সভাপতি সৈয়দ মু.নাজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জি.এম ওসমানী হাসান।
যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম সোহাগ মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ যুবলীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক কে. এম তানজিল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তিতু, যুবলীগ নেতা মো.নাইমুর রহমান নান্নু সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সকল শ্রেনী পেসার মানুষ।
আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ গাজীপুর হাজিরা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান (মাদানি)।