বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :

রংপুরে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এ এস আই সায়েম আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ রংপুর নগরীর চেকপোষ্টে বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে।

এ সময় এলাকাবাসী ওই এসআইকে অবরুদ্ধ করে রাখলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফিরোজ খান রাজু নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অফিসের পাশের চায়ের দোকানে চা খেতে যান। এসময় সিগারেটের প্যাকেটে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানো চেষ্টা করে এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ও ওই ব্যক্তির সহকর্মীরা বাধা দেয়। পরে এএসআই সায়েমকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102