মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা হত্যা প্রচেষ্টা মামলায় ষড়যন্ত্রমুলক ভাবে রবিউলকে ফাঁসানো এবং পুলিশী নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ।
আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা হত্যা প্রচেষ্টা মামলায় আটক রবিউলের ভাই রশিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,এই ঘটনায় ও মিথ্যা মামলায় আমার ভাই রবিউল ইসলাম কোনো ভাবেই জড়িত নয়। পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য ডেকে নিয়ে গিয়ে পুলিশ অন্যায়ভাবে মিথ্যা সাজানো মামলায় তাকে আটক করেছে। আমরা প্রশাসনের কাছে এই মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধি গ্রেফতার এবং রবিউলকে ছেড়ে দেয়ার দাবী করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,আটক রবিউলের মা রহিমা খাতুন,ভাই রহিদুল ইসলাম,রফিকুল ইসলামসহ বিরল ধামাহার গ্রামের শতাধিক মানুষ।