সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

কুতুবদিয়া উপজেলা  পরিষদ নির্বাচনে  তিন পদে আট  প্রার্থীর প্রতীক বরাদ্দ।

আজিজুল হক(আজিজ)কুতুবদিয়া:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
কুতুবদিয়া উপজেলা  পরিষদ নির্বাচনে  তিন পদে আট  প্রার্থীর প্রতীক বরাদ্দ।
ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের তফসীল অনুযায়ী গতকাল (২৩ এপ্রিল ২০২৪) মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও  নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে  প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এতে  চেয়ারম্যান পদে তিন জন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড.ফরিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, আছহাব উদ্দীন সিকদার আনারস,ব্যারিষ্টার হানিফ বিন কাশেম ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে তিন জন যুবলীগ নেতা জুনাইদুল হক চশমা,সাংবাদিক আকবর খান উড়োজাহাজ, ও আ’লীগ নেতা ফরিদ তালুকদার বই প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার কলসী,ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেসা নুর ফুটবল প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন ঘিরে   উপজেলা জুড়ে  ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেছেন তিন পদে আট প্রার্থী। প্রতীক বরাদ্দের পরেই মাইকিং,  ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও ইউনিয়নগুলো। ভোট প্রার্থনায় ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।পাশাপাশি তাদের  সমর্থিত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা মতে আগামী ৮মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।  ইভিএমের মাধ্যমে কুতুবদিয়া  ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৯৭  হাজার ১৭০ জন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102