বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

চরফ্যাসনে প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা উধাও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

এএসবিডি/চরফ্যাশনঃচরফ্যাসনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ১২ সেপ্টম্বর সদ্য বিবাহিত ভাগ্নি( চাচাতো বোনের মেয়ে) নিয়ে মামা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মেয়ে নিখোঁজের ঘটনায় বাবা আব্দুল মান্নান ১৫ সেপ্টম্বর দুলারহাট থানায় সাধারন ডাইরি করেছেন।শনিবার দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাযায়, দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আব্দুল মান্নানের মেয়ে তাইয়্যেবার সাথে গত ১৫ আগস্ট আহাম্মদপুর ইউনিয়নের মোস্তফা পন্ডিতের ছেলে মোঃ সামসুদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর সে বাবার বাড়িতে ছিলো। বিয়ের ২৬দিনের পর ১২ সেপ্টম্বর বাবা বাড়ি থেকে সে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়।

মেয়ে নিখোঁজের পর বাবা আবদুল মান্নান দুলারহাট থানায় একটি সাধারন ডাইরি করেন। মেয়ের বাবা আব্দুল মান্নান জানান, নীলকমল ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খলিল বেপারীর ছেলে মোঃ প্রিন্স রানা তার সদ্য বিবাহিত মেয়ে তাইয়্যেবাকে ফুসলিয়ে নিয়ে উধাও হয়ে যান। সদ্য বিবাহিত মেয়েকে খুঁজে না পেয়ে ১৫ সেপ্টম্বর থানায় একটি সাধারন ডায়েরী করেছি। স্থানীয়রা জানান, তাইয়্যেবা ও প্রিন্স রানা পরস্পর আত্নীয়। পুর্ব থেকেই তাদের প্রেম প্রনয় চলছিলো।তাইয়্যেবা সর্ম্পকে তার (প্রিন্স রানা) চাচাতো বোনের মেয়ে। সদ্য বিবাহিত চাচতো বোনের মেয়েকে ভাগিয়ে নিয়ে মামা প্রিন্স রানা ঢাকায় বিয়ে করেছেন বলে লোক মুখে গুঞ্জন চলছে।

এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দুলারহাট থানার ওসি মোঃ মুরাদ হোসেন জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় মেয়ের বাবা আব্দুল মান্নান থানায় সাধারন ডাইরি করেছেন। প্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান সংনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102