মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফার্নিচার নকশা করা নিয়ে দ্বন্দ্বে মোস্তফা খালাসী নামের ফার্নিচার ব্যবসায়ী খুনের ঘটনায় ঘাতক রাজনকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন যশলং ইউনিয়নবাসী।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, নিহতের শ্বশুর আঃ সাত্তার শেখ, স্ত্রী সালমা বেগম, ছেলে সামি খালাসী, মেয়ে জান্নাতুল ফেরদৌস, নিহত মোস্তফার মা মমতাজ বেগম, মোস্তফার শাশুড়ি রাজিয়া বেগমসহ ঐ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
নিহত মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, আমার বাবা হত্যাকারী রাজনের ফাঁসি চাই। আমার বাবাকে খুন করে আমাদেরকে এতিম করেছে। আমার বাবা একজন দিনমজুর ছিলেন। বাবার সামান্য অর্থ দিয়ে আমার সংসার চলতো। আমাদের ভাই-বোনের লেখাপড়া একমাত্র ভরাসা ছিল বাবা। আমাদের ভাই-বোনের স্বপ্ন এখন কি হবে? প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যত সম্ভব তাড়াতাড়ি খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা দাবী জানাচ্ছি।
এসময় তারা মোস্তফা হত্যাকারী ঘাতক রাজনকে দ্রুত গ্রেফতার করার এবং ঘাতক রাজনের ফাঁসি দাবী করেন। এর আগে নিহত মোস্তফার স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রবিবার রাজনকে আসামী করে টঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
যার মামলা নং- ১৪,তারিখ -১৭/০৩/২৪ ইং।
নিহত মোস্তফার স্ত্রী সালমা বলেন, সামান্য ব্যাপার নিয়ে আমার স্বামীকে রাজন হত্যা করেছে। কি এমন অপরাধ করেছিল? যে জীবন্ত মানুষটা কষ্ট দিয়ে মারল। আমার ছেলে- মেয়েকে এতিম করে দিল। ছেলে-মেয়ে কাকে বাবা বলবে? আমার স্বামী স্বপ্ন ছিল ছেলে- মেয়েকে পড়াশোনা করে ভালো মানুষ বানাবে। স্বপ্ন সব শেষ করে দিছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, রাজনের ফাসি চাই।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে খুন হন মোস্তফা(৪২) নামের ফার্নিচার ব্যবসায়ী। সে যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিউদ্দিন খালসির ছেলে। অপর দিকে ঘাতক খুনি রাজন সদর উপজেলার ঢালিকান্দি এলাকার বাসিন্দা।
এবিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, মামলা হয়েছে, গ্রেফতার অভিযান অব্যাহত আছে।