হীমেল মিত্র অপু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য ও সাবেক সহ-সভাপতি,গংঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিবুর রহমান প্রামাণিকের পিতা মজিবর রহমান প্রামাণিক গুরুত্বর অসুস্থ হয়ে ২৫ ( সেপ্টেম্বর ) শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
জানা যায় মরহুমের নামাজে জানাজা আজ ২৬ ( সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় মেডিকেল ক্যাম্পাস (পুর্বগেট সংলগ্ন) অনুষ্ঠিত হইবে,মরহুমের দ্বিতীয় জানাজা গংগাচড়া উপজেলা মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে।
অতপর মরহুমের গ্রামের বাড়ি গংগাচড়া উপজেলার চ্যাংমারীতে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা, গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও দূর্দিনের কান্ডারী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মজিবর রহমান প্রামাণিক চাচার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, একজন সৎ, ধর্মপ্রাণ ও মুজিব আদর্শের নিবেদিত প্রাণ মজিবর রহমান প্রামাণিক চাচাকে বিনভ্র শ্রদ্ধায় স্মরণ করি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি জানাই গভীর দুঃখ ও সমবেদনা।