পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ সকাল ১০টায় গুইমারা উপজেলা নির্বাহি কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ভোক্তার অধিকার ও প্রাপ্তি নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এবং স্থানীয় বাজারের বিভিন্ন অনিয়ম নিয়ে ভোক্তারা অভিযোগ উপন্থাপন করে এর প্রতিকার চায়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝর্ণা ত্রিপুরা, কংজরি মারমা, গুইমারা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, স্থানীয় বাজার ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ভোক্তারা উপস্থিত ছিলেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিব চৌধুরী সকল অভিযোগের যাচাই বাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে সভার সমাপ্তি করেন।