ইলিজি স্কাই পার্ক শপিংমল থেকে ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই লাকী কুপন।
ইলিজি স্কাই পার্ক শপিংমল (চট্টগ্রাম বহদ্দারহাট) এর ঈদ বিক্রয় উৎসব শুরু হয়েছে ১১ মার্চ সোমবার থেকে।
যে কোন দোকান থেকে ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই থাকছে লাকী কুপন। ৫০০ পণ্য ক্রয় করে ১ম, ২য় ও ৩য় তিন বিজয়ীকে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। ১ম পুরস্কার হিসেবে দেয়া হবে ৩২” এলইডি টিভি, ২য় পুরস্কার রাইস কুকার ও ৩য় পুরস্কার ইলেকট্রিক আইরন প্রতিদিনের লাকী কুপন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। পুরো রমজান মাস ব্যাপী প্রতিদিন লাকী কুপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
মঙ্গলবার (১২ মার্চ) ১ম রমজানে লাকী কুপন বিজয়ীরা হলেন- ১ম বিজয়ী হলেন হ্যাটসফ ক্লোথিং ৪২০ নাম্বার দোকান এর একজন গ্রাহক ৩২” এলইডি টিভি, ২য় বিজয়ী এপেক্স ৪০৫ নাম্বার দোকান এর একজন গ্রাহক -রাইস কুকার। ৪০৬ নম্বর ছোট সাহেব দোকান থেকে তৃতীয় বিজয়ী- ইলেকট্রিক আইরন।
লাকী কুপন বিজয়ীদের নাম ঘোষণা করার সময় ইলিজি স্কাই পার্ক শপিংমল এর মালিক ও ব্যবসায়ী সমিতির দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সকল বিজয়ীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।