বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

রংপুরে পশ্চিম গণেশপুরে রংপুর চক্ষু হাসপাতাল এর শুভ উদ্বোধন,

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

সাকিব উদ্দিন রংপুর সদর প্রতিনিধি:রংপুর নগরীর ২২ নং ওয়ার্ড আর.কে রোড সংলগ্ন পশ্চিম গণেশপুর এলাকায় ২৬শে সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টায় রংপুর চক্ষু হাসপাতাল এর শুভ উদ্বোধন হয়,

হাসপাতালটির উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা,মেয়র,রংপুর সিটি কর্পোরেশন,রংপুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো: নইম উদ্দিন আকন্দ (অবসরপ্রাপ্ত সিভিল সার্জন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রংপুর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ (অব.) ডা. মোস্তাকিম। অধ্যাপক ডাঃ মোকলেছুর রহমান,চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন,বিভাগীয় প্রধান,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,ডাঃ শামীমা নাজমা মল্লিকা,চীফ কনসালটেন্ট,রংপুর চক্ষু হাসপাতাল,আসিকুর রহমান (বাবু),সভাপতি,রংপুর চক্ষু হাসপাতাল,আলহাজ্ব এ্যাড জাহিদুল ইসলাম সিদ্দিকী,সেক্রেটারি,রংপুর চক্ষু হাসপাতাল।

রংপুর চক্ষু হাসপাতালটির শুভ উদ্বোধন উপলক্ষে আগামীকাল ২৭শে সেপ্টেম্বর রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ,

এসময় প্রধান অতিথি বলেন..আজকে এই রংপুর চক্ষু হাসপাতাল উড়ন্ত সূচনা করলো,আমাদের উত্তর অঞ্চলের মানুষ আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে আছে,তাই হত দারিদ্র্যের সংখ্যাও তুলনামূলক অনেক বেশি,এজন্যই আমি বলবো এখানে সাশ্রয়ী ভাবে যেনো চিকিৎসা দেওয়া হয়,আশা করি এই প্রতিষ্ঠান একদিন সারাদেশে আলোড়ন সৃষ্টি করবে, আর আমরা চাই রংপুর যেনো সব দিক দিয়ে এগিয়ে যায়,

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102