আজ ২৬ জানুয়ারি ২০২৪ রোজ (জুমাবার) চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত পবিত্র ইছালে ছাওয়াব মাহফিলে আজকের ২য় দিনে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জুমার নামাজ সম্পন্ন হলো।
সমগ্র বাংলাদেশের একমাত্র আধ্যাত্মিক দরবার এবং সম্পূর্ণ শিরক- বিদাত মুক্ত দরবার লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে আখতরাবাদ কুমিরাঘোনা বায়তুশ শরফ আনজুমান ইত্তেহাদ কতৃক আয়োজিত ৩ দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল।
আখতরাবাদ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে কোটি জনতার হৃদয়ের স্পন্দন রাহবারে বায়তুশ শরফ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী হাফিজাহুল্লাহর সাথে শায়খে তরিকত, আল্লামা ড. সাইয়্যেদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর সাহেব জৈনপুর) উপস্থিত ছিলেন। জুমার নামাজের পর পরই তিনি কোরান ও সন্নাহের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন।
আজকে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের লাখনৌর দারুল-উলূম নাদওয়াতুল উলামার দাওয়াহ অনুষদের সাবেক ডিন, দারুল উলূম সৈয়দ আহমাদ শহীদ-কাতোলী’র সাবেক চ্যান্সেলর সাইয়্যেদ আল্লামা সালমান হোসাইনী নদভী (হাঃফি)।
আরো উপস্থিত থাকবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল (সা.), সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী (হাঃফি)।
এছাড়াও ভারতসহ দেশের প্রখ্যাত মান্যবর ওলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
মাহফিল পরিচালনা কমিটি সকলকে এই পবিত্র মাহফিল এবং আখেরী মুনাজাতে স্ব-বান্ধব শরীক হওয়ার জন্যে দ্বীনি দাওয়াত করেছেন।