ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির দুই দিন ব্যাপি মেলা শেষে গতকাল মঙ্গলবার মেলার সমাপনি ও পুরস্কার বিতরণি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান ( মুকুল) , সমাজসেবা অফিসার রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সামসুদ্দিন প্রমুখ। আলোচনা সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলায় অংশ গ্রহন কারি ১২ টি স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।