বগুড়ার সান্তাহারে নেসকো কর্মচারীরা চাকুরী স্থায়ীকরণের
দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সান্তাহার বিদ্যুৎ বিক্রিয় ও বিতরন কেন্দ্রের মিটার রিডার ঐক্য পরিষদ। সোমবার বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি টি এল সি এর চিপরেট কর্মচারীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছলেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পি এল সি। কিন্তু ২০-২৫ বছর অতিবাহিত হলেও অধ্যবধি ওই কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। বর্তমানে স্মার্ট প্রি-প্রেইড মিটার স্থাপনের কাজ চলছে। এটা সম্পূর্ণ বাস্তবায়ন হলে উক্ত ইউনিট সহ রাজশাহী ও রংপুর বিভাগের ৫৫টি ইউনিটের প্রায় ৮ শতাধিক মিটার রিডার বেকার
হয়ে পড়বেন। ফলে তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে চলতি মাসের ১৫ তারিখ থেকে তারা কর্মবিরতিসহ আন্দোলন করে যাচ্ছেন। এতে একদিকে তারা কর্মহীন হওয়ার আশংখ্যায় জীবন- যাপন করছেন। অন্যদিকে বিদ্যুৎ গ্রাহকরা বিল পরিশোধে বিরম্বনায় পড়বে। সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের মিটার রিডার ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ মতলুবুর রহমান,মতিউর রহমান,নাসিমুল হোসেন, আবু বকর সিদ্দিকসহ প্রমুখ।