সি এন্ড বি বাজারে হঠাৎ মিললো হনুমানের দেখা।
হনুমান নিশ্চয়ই আপনারা বনে-বাদাড়ে কিংবা জাদুঘরে খাঁচায় বন্দি অবস্থায় দেখেছেন। কিন্তু হঠাৎ আচমকা কখনো কি বাইরে হনুমান ঘোরাঘুরি করতে দেখেছেন! মনে হয়, কম-বেশি দেখলেও দেখতে পারেন।
আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদরের সি এন্ড বি বাজারে হঠাৎ-ই দেখা মিললো বিশাল একটি হনুমানের।
হনুমানটিকে সি এন্ড বি বাজারের বিভিন্ন স্থানে সকাল থেকে ঘুরতে দেখা গেছে বলে বাজারের লোকজন জানিয়েছে। তাদের ধারণা, হনুমানটি কোনো কলা বহনকারী গাড়ি থেকে এখানে নেমে পড়েছে।
সি এন্ড বি বাজারে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দোকান থেকে হনুমান খাবার চিনিয়ে নিয়ে খাচ্ছে, বিভিন্ন যানবাহনে লাফিয়ে উঠে যাচ্ছে। এতে বিভিন্ন দোকানদার ক্ষিপ্ত হলেও অনেক লোকজন হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে এবং মোবাইলের ছবি তুলছে।